নয়াদিল্লি, ৮ জানুয়ারি : বুধবার দিল্লির নর্থ ব্লকে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নর্থ ব্লকে নির্মলা সীতারমনের সঙ্গে দেখা করে বাজেট সংক্রান্ত সুপরামর্শ জমা দিয়েছেন শিবরাজ।
পরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "কৃষি মন্ত্রক, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, আইসিএআর এবং ভূমি সম্পদ আসন্ন বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছে। কৃষক, প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে জড়িত এবং অন্যান্য সকল অংশীদারদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বাজেট থেকে কৃষি, গ্রামোন্নয়ন এবং গবেষণার প্রত্যাশা ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং এই বিভাগগুলির জন্য আমাদের পরামর্শগুলি পেশ করেছি।"