বিজওয়াড়া, ২ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায় বন্যা পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ঘর-বাড়ি, রাস্তাঘাট সব ডুবে গিয়েছে। জনজীবন কার্যত বিপর্যস্ত। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে পুরোদমে।
এই পরিস্থিতিতে সোমবার সকালে বিজওয়াড়ায় বন্যা পরিস্থিতি নিজ চোখে দেখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সোমবার সকালেই বিজওয়াড়ায় বোটে চেপে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী নাইডু। পরে মুখ্যমন্ত্রী নাইডু বলেন, "আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। ১১০টি নৌকা বর্তমানে খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কাজ করছে। আমি নিয়মিত বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আধিকারিকরা নিরন্তর কাজ করছেন। গত রাত থেকে বন্যা কবলিত অনেক এলাকা পরিদর্শন করেছি। জনগণের আতঙ্কিত হওয়া উচিত নয়। আমরা বন্যা কবলিত অঞ্চলে কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপন করছি।"