Country

1 day ago

Union Fisheries Minister in Guwahati: গুয়াহাটিতে কেন্দ্ৰীয় মৎস্যমন্ত্ৰী, আজ সোমবার উত্তরপূর্বীয় রাজ্যগুলির সঙ্গে বৈঠক

Union Fisheries Minister in Guwahati
Union Fisheries Minister in Guwahati

 

গুয়াহাটি, ৬ জানুয়ারি  : মৎস্য পালন, পশুপালন এবং দুগ্ধ মন্ত্ৰালয়ের তত্বাবধানে তথা মৎস্য বিভাগের উদ্যোগে আজ সোমবার গুয়াহাটিতে ‘উত্তর-পূৰ্বাঞ্চলীয় রাজ্যগুলির বৈঠক’ হবে। গুয়াহাটির অভিজাত হোটেল রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হবে এই বৈঠক। বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্ৰীয় মৎস্য দফতরের মন্ত্রী রাজীবরঞ্জন সিং।

এ উপলক্ষ্যে কেন্দ্ৰীয় মন্ত্ৰী রাজীবরঞ্জন মৎস্য-সম্পদ যোজনা (পিএমএমএসওয়াই)-র অধীনে প্ৰায় ৫০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে বিশাল এক প্ৰকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। উত্তর-পূৰ্বাঞ্চলের মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত সুবিধাভোগীদের প্ৰমাণপত্ৰ ছাড়া এনএফডিপি-র রেজিস্ট্রেশন প্ৰমাণপত্ৰ, কেসিসি কাৰ্ড, শ্ৰেষ্ঠ এফএফপিও এবং মৎস্য স্টাৰ্ট-আপ-এর জন্য পুরস্কার প্রদান করা হবে।

You might also like!