মুম্বই, ১৯ নভেম্বর : মহারাষ্ট্রের জলগাঁও জেলায় একটি বেসরকারি বাসে আগুন লাগে শনিবার মধ্যরাতে। জলগাঁও জেলার রাভার-সাভদা রোডের বাদগাঁওয়ের কাছে সাঁইসিদ্ধি ট্রাভেলসের একটি বেসরকারি বাসে হঠাৎ আগুন লেগে বিপত্তির সৃষ্টি হয়। এই ঘটনার পর স্থানীয় মানুষ জন বাসের ২০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। আগুনে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। চলন্ত বাসে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রাভার থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে সাঁই সিদ্ধি ট্রাভেলসের বাসটি রাভার থেকে পুনে যাচ্ছিল। বাসটি ভাদগাঁওয়ের কাছে সুকি নদীর ব্রিজের পাশের মোড়ের কাছে পৌঁছতেই হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে বাস চালক সঙ্গে সঙ্গে বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন। বাসে আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যায়। এরপরে, পুলিশ বাসের সমস্ত যাত্রীকে পুনে পাঠায়।