Country

1 year ago

Abu Dhabi Hindu Temple:আবু ধাবিতে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি

Narendra Modi in Abu Dhabi
Narendra Modi in Abu Dhabi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবু ধাবিতে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরশাহীর সেই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার সেই মন্দিরের উদ্বোধনও করবেন তিনিই। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি মোদির হাতেই উদ্বোধন হবে মন্দিরটির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর বাসভবনে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন সংস্থার প্রতিনিধিরা। আবু ধাবিতে এই ধরনের হিন্দু মন্দিরের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে মোদীর ভাবনা, দর্শনও চর্চিত হয়েছে ওই বৈঠকে। এর ফলে সংযুক্ত আরব আমিরশাহি এবং পশ্চিম এশিয়ার অন্য দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কও আরও উন্নত হবে বলে দাবি স্বামীনারায়ণ সংস্থার। তাঁদের তৈরি মন্দিরটি সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে বড় হিন্দু মন্দির। ওই দেশে এত বড় হিন্দু মন্দির আগে ছিল না।

আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর হাতেই অযোধ্যার মন্দিরে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। গোটা দেশ সেই রাজকীয় উদ্বোধন অনুষ্ঠানের সাক্ষী থাকবে।


You might also like!