Country

20 hours ago

Donald Trump Tariff Announcement Updates: আমদানি শুল্ক ঘোষণা ট্রাম্পের, ধস নেমেছে শেয়ার বাজারে

Trump Announces 10% Baseline Tariff On All Imports To US
Trump Announces 10% Baseline Tariff On All Imports To US

 

নয়াদিল্লি, ৩ এপ্রিল : আগেই জানিয়েছিলেন, সেই মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। চিন থেকে আমদানি করা পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বুধবার আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টেয় (ভারতে রাত দেড়টা) এই ‘পাল্টা’ শুল্ক’ নিয়ে সবিস্তার জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এই ঘোষণার পরই এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। শুধু তা-ই নয়, সোনার মূল্য বাড়ছে লাফিয়ে। চিন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ার বাজার বড়সড় ধাক্কা খেয়েছে। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ারের দর পড়তে শুরু করে। তবে, ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের দাম বেড়েছে। উল্লেখ্য, ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এ ছাড়া, চিনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, যুক্তরাজ্য ১০%, তাইল্যান্ড ৩৬% এবং সুইৎজারল্যান্ডের উপর ৩১% শুল্ক চাপানো হয়েছে।

You might also like!