রায়গড়, ১২ এপ্রিল : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার জোর দিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার ও মহারাষ্ট্র সরকার উভয়ই ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহাসিক পীঠস্থান রায়গড় দুর্গকে দেশের যুবসমাজের অনুপ্রেরণার উৎস হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মহারাষ্ট্রের রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের ৩৪৫-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ছত্রপতি শিবাজি মহারাজের স্থায়ী বার্তা ছিল, স্বরাজের (স্বশাসন) জন্য লড়াই কখনও থামানো উচিত নয়। তিনি আরও বলেন, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, কেন্দ্রীয় সরকার বিশ্বস্ততার সঙ্গে শিবাজি মহারাজের দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে এবং সমগ্র বিশ্বের জন্য ভারতকে আশার আলো হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে।