Country

11 hours ago

NAGPUR FIRE INCIDENT: নাগপুরের এমএমপি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, প্রাণ হারালেন ৫ জন

NAGPUR FIRE INCIDENT
NAGPUR FIRE INCIDENT

 

নাগপুর, ১২ এপ্রিল : মহারাষ্ট্রের নাগপুরে এমএমপি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন ৫ জন। নাগপুরের উমরেরের একটি অ্যালুমিনিয়াম ফয়েল কারখানায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। নাগপুর গ্রামীণের পুলিশ সুপার হর্ষ পোদ্দার বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে দু'জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পুলিশ পরিদর্শক ধনজি জলক বলেছেন, শুক্রবার নাগপুর জেলায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কোম্পানিতে আগুন লাগে, আগুন ও বিস্ফোরণে ৬ জন আহত হন, যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ছিল। সেই দু'জনের মৃত্যু হয়েছে, ৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাঁদেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের সময় কারখানায় ৮০-র বেশি কর্মী কাজ করছিলেন।


You might also like!