জলের ট্যাপ আছে জল নেই,খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর ব্লকে পানীয় জলের দাবিতে সকাল থেকে বালতি কলসি হাতে নিয়ে মহিলাদের বিক্ষোভ শুরু হলো।পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কলসি হাতে নিয়ে গঙ্গাসাগরের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। বর্তমানে সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরার এলাকায়। গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জল কষ্ট দেখা দিল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর পূর্ব ঘেরী কলোনি এলাকায়। যার পাশের অঞ্চলে স্বয়ং বসবাস করেন সুন্দরবন বিষয় উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।এলাকাবাসীর অভিযোগ পাইপ লাইনের জলের জন্য বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপকল দু'বছর কেটে গেলেও সেই ট্যাপে এখনো জল আসেনি। গ্রামের ৪০০ পরিবারের জন্য দুটি গভীর নলকূপ ছিল। পর্যাপ্ত জল পড়ছে না। আশেপাশের পুকুর গুলোতে জল শুকিয়ে গেছে। জল আনতে যে নলকুপে জল পড়ছে মহিলাদের কলসি হাতে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে থাকতে হয়। এই সমস্যা নিয়ে বারংবার পঞ্চায়েত কে জানিয়ে সমাধান সূত্র মেলেনি। তাই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখা শুরু করলেন। ওই বিক্ষোভকারী মহিলাদের দাবি আগামী দিন যদি জলের সমস্যা না সমাধান হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।