Country

8 hours ago

Three Naxal killed in Encounter: বিজাপুরে এনকাউন্টারে নিহত ৩ মাওবাদী, তল্লাশি অভিযান অব্যাহত

3 Maoists killed in encounter in Bijapur
3 Maoists killed in encounter in Bijapur

 

রায়পুর, ১২ এপ্রিল : নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশ ও জেলা রিজার্ভ গার্ড-এর যৌথ অভিযানে নিহত হয়েছে ৩ মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ৩টি দেশি পিস্তল। সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলার কোলনার এলাকায় সুরক্ষা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে। সিআরপিএফ-এর ২০২ ও ২১০ কোবরা ব্যাটেলিয়ন, ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও ডিআরজি জওয়ানরা এই অভিযান চালান। এখনও পর্যন্ত ৩ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে।


You might also like!