নয়াদিল্লি, ১২ এপ্রিল : রাজধানী দিল্লিতে আরও একবার প্রগতি ও উন্নয়নের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকার কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন রেখা। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে শনিবার সকালে দিল্লির কারোল বাগের সঙ্কট মোচন ধাম, সিদ্ধ হনুমান মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পরে তিনি বলেছেন, "হনুমান জয়ন্তী উপলক্ষ্যে সমগ্র দেশে উৎসাহের ঢেউ বইছে। এই দিনে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং আমি দিল্লিতে হনুমান জয়ন্তীর একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমি কামনা করি দিল্লির উপর হনুমানজির আশীর্বাদ বর্ষিত হোক, আমরা দিল্লির উন্নয়নের লক্ষ্যে কাজ করব।"