Country

14 hours ago

PM Modi, Other Leaders Extend Greetings On Hanuman Jayanti:সুখ ও সমৃদ্ধি কামনা করে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

PM Modi, Other Leaders Extend Greetings On Hanuman Jayanti
PM Modi, Other Leaders Extend Greetings On Hanuman Jayanti

 

নয়াদিল্লি, ১২ এপ্রিল : সমগ্র দেশবাসীকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "হনুমান জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা।"

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, "সঙ্কটমোচনের আশীর্বাদে, আপনারা সবাই সর্বদা সুস্থ, সুখী এবং সমৃদ্ধ থাকুন, এটাই আমার কামনা।" উল্লেখ্য, দেশজুড়ে শনিবার যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে পবন পুত্র হনুমানের জয়ন্তী।

You might also like!