Video

3 days ago

Ram Navami 2025 | রামনবমী উপলক্ষে শেষ পর্যায়ে প্রস্তুতি পুরুলিয়া শহরে

 

পুরুলিয়া জেলার পার্বণগুলির মধ্যে রামনবমী অন্যতম। এবছর জেলার বিভিন্ন প্রান্তে এই উপলক্ষে প্রায় তিনশো শোভাযাত্রা হবে।পুরুলিয়া শহরের গোশালা থেকে যে শোভাযাত্রা বার হবে তা জেলার মধ্যে অন্যতম বৃহৎ । চূড়ান্ত প্রস্তুতিতে রাজপথে লাগানো হয়েছে বিশেষ পতাকা । পুরুলিয়া শহর সহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বহুতলগুলির ছাদ থেকে নজরদারী চালানো হবে। থাকবে ড্রোনের মাধ্যমে নজরদারীর ব্যবস্থা।

You might also like!