পুরুলিয়া জেলার পার্বণগুলির মধ্যে রামনবমী অন্যতম। এবছর জেলার বিভিন্ন প্রান্তে এই উপলক্ষে প্রায় তিনশো শোভাযাত্রা হবে।পুরুলিয়া শহরের গোশালা থেকে যে শোভাযাত্রা বার হবে তা জেলার মধ্যে অন্যতম বৃহৎ । চূড়ান্ত প্রস্তুতিতে রাজপথে লাগানো হয়েছে বিশেষ পতাকা । পুরুলিয়া শহর সহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বহুতলগুলির ছাদ থেকে নজরদারী চালানো হবে। থাকবে ড্রোনের মাধ্যমে নজরদারীর ব্যবস্থা।