Country

14 hours ago

An JCO killed in encounter:অনুপ্রবেশের চেষ্টা বানচাল, আখনুর সেক্টরে মৃত্যু এক সেনা অফিসারের

An JCO killed in encounter
An JCO killed in encounter

 

জম্মু, ১২ এপ্রিল : নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা, তবে জঙ্গিদের সেই অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে সেনাবাহিনী। তবে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন মৃত্যু হয়েছে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসারের। শুক্রবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের নিয়ন্ত্রণরেখায় এই গুলির লড়াই চলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে কেরি ভাট্টাল এলাকায় জঙ্গিদের গতিবিধি নজরে আসে সেনাবাহিনীর। জঙ্গিদের সতর্ক করে দেন জওয়ানরা। তারপরেও জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকে। এরপরই শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টার চলাকালীন এক সেনা অফিসার জখম হন, পরে তাঁর মৃত্যু হয়। জঙ্গিরাও পালিয়ে যেতে বাধ্য হয়। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

You might also like!