Country

8 hours ago

Lalji Tandon Jayanti: লালজি ট্যান্ডনের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী যোগীর

Chief Minister Yogi pays tribute to Lalji Tandon on his birth anniversary
Chief Minister Yogi pays tribute to Lalji Tandon on his birth anniversary

 

লখনউ, ১২ এপ্রিল : প্রাক্তন রাজ্যপাল লালজি ট্যান্ডনের জন্মজয়ন্তীতে শনিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শ্রদ্ধাজ্ঞাপন করেন।লালজি ট্যান্ডনের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী যোগী। তিনি বলেন, লালজি ট্যান্ডন ৭ দশক ধরে রাজনীতিতে তাঁর পরিচিতি গড়েছিলেন। তিনি সারা জীবন আদর্শ অনুসরণ করে চলেছেন। তিনি আরও বলেন, ট্যান্ডন জি জীবনে নিজের নীতিতে অটল থেকে শীর্ষে পৌঁছাতে পেরেছিলেন।


You might also like!