নয়াদিল্লি, ১২ এপ্রিল : তাপপ্রবাহের পর এবার ধুলোঝড়ে বিপর্যস্ত রাজধানী দিল্লি। আচমকা ধুলোঝড়ে শুক্রবার সন্ধ্যা থেকে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে দিল্লি বিমানবন্দরে। অনেক বিমান দিল্লির বিমানবন্দরে নামতেই পারেনি। সেগুলি নিকটবর্তী অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। এ ছাড়া, অন্তত ৫০টি বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি দিল্লি থেকে। বাতিল করা হয়েছে সাতটি বিমান। দিল্লি বিমানবন্দরের একাংশে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। শুক্রবার ধুলোঝড়ের সময়ে হাওয়ার ধাক্কায় পূর্ব দিল্লিতে দেওয়াল ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দু’জন। ধুলোঝড়ের ফলে দিল্লির নানা প্রান্তে গাছ ভেঙে পড়েছে। তাতে রাস্তা আটকে যাওয়ায় যানজট সৃষ্টি হয়। দক্ষিণ-পশ্চিম দিল্লির হরি বিহারে নির্মীয়মান বাড়ি ভেঙে ১০ বছর বয়সী এক বালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২০ বছর বয়সী এক যুবতীর মৃত্যু হয়।