মুর্শিদাবাদ, ৩১ মার্চ : আজ ঈদ। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকে ঈদের বিশেষ প্রার্থনায় সামিল হয়েছেন লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বীরা। জেলার গ্রাম, শহর ও শহরতলিতে উৎসবের আমেজ। সেজে উঠেছে মসজিদ, ঈদ ময়দান প্রভৃতি এলাকাগুলি। ইতিমধ্যেই জেলায় ফিরেছেন প্রবাসে কর্মরতরা, ভিন রাজ্য ও ভিন দেশ থেকে ঘরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকেরাও। টানা একমাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিরম্বু উপবাস শেষে আজ থেকে মুসলিম ধর্মাবলম্বীরা ফিরবেন স্বাভাবিক জীবন যাপনে। মুসলিম সম্প্রদায়ের দুই প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ইদ-উল-ফিতর একটি। রাজ্যের বিভিন্ন প্রান্তেও মর্যদা ও সম্ভ্রমের সাথে উদযাপন করা হচ্ছে বিশেষ এই দিন। সম্প্রীতির বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান থেকে শুরু করে জেলার বিশিষ্টরা। ঈদ বয়ে নিয়ে আসে সৌভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা।