Country

1 year ago

Granade attacked in Kashmir : ১৫ আগস্টের আগে কাশ্মীরে গ্রেনেড হামলায় মৃত্যু পুলিশ অফিসারের

police officer dead in granade attacked
police officer dead in granade attacked

 

জম্মু, ১৪ আগস্ট  : আগামীকাল ১৫ আগস্ট। দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীরকে অশান্ত করতে তৎপর হয়ে উঠেছে সন্ত্রাসবাদীরা।

শনিবার গভীর রাতে কুলগামে গ্রেনেড হামলা করল তারা। ওই গ্রেনেড হামলায় গুরুতর জখম হন এক পুলিশ অফিসারকে অনন্তনাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। রবিবার সকালে টুইট করে কাশ্মীর পুলিশ ওই অফিসারের মৃত্যু খবর জানিয়েছে।

জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহত পুলিশ অফিসারের নাম তাহির খান। পুঞ্চের বাসিন্দা তাহির খানকে লক্ষ্য করে গতকাল রাতে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তাতে মৃত্যু হয় ওই পুলিশ অফিসারের৷ তাহির খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীরে ইতি-উতি জঙ্গি হামলায় হতাহত হচ্ছেন নিরাপত্তা রক্ষীরা।

শনিবার শ্রীনগরের ইদগা এলাকায় গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তাতে আহত হন আধা সামরিক বাহিনীর এক জওয়ান। যদিও তাঁর আঘাত তেমন গুরুতর নয়। এর আগে জঙ্গিদের বড় ধরনের আত্মঘাতী হামলা ভেস্তে দিয়েছিল নিরাপত্তা বাহিনী।

যদিও ওই অভিযানে মারা যান সেনাবাহিনীর তিন জওয়ান। খতম করা হয় দুই জঙ্গিকেও।

You might also like!