Country

3 months ago

PM Modi to visit Wardha: শুক্রবার ওয়ার্ধা যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন পিএম বিশ্বকর্মা কর্মসূচিতে

PM Modi to visit Wardha (Symbolic Picture)
PM Modi to visit Wardha (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার, ২০ সেপ্টেম্বর মহারাষ্ট্রের ওয়ার্ধায় যাচ্ছেন। ওই দিন পিএম বিশ্বকর্মা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী মোদী পিএম বিশ্বকর্মা সুবিধাভোগীদের সার্টিফিকেট এবং ঋণ প্রদান করবেন।

এই প্রকল্পের অধীনে কারিগরদের কাছে প্রসারিত বাস্তব সহায়তার প্রতীক হিসাবে, তিনি ১৮টি ট্রেডের অধীনে ১৮ জন সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মার অধীনে ক্রেডিট বিতরণ করবেন। তাঁদের উত্তরাধিকার এবং সমাজে স্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা হিসাবে, প্রধানমন্ত্রী পিএম বিশ্বকর্মার অধীনে অগ্রগতির এক বছর উপলক্ষে নিবেদিত একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন।

প্রধানমন্ত্রী মহারাষ্ট্র সরকারের "আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র" প্রকল্পের সূচনা করবেন। ১৫ থেকে ৪৬ বছর বয়সীদের প্রশিক্ষণ প্রদানের জন্য রাজ্য জুড়ে খ্যাতনামা কলেজগুলিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

You might also like!