Country

1 year ago

Our responsibility not over yet says rail minister: আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি, আবেগাপ্লুত হয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Railway Minister Ashwini Vaishnaw (File Picture)
Railway Minister Ashwini Vaishnaw (File Picture)

 

বালেশ্বর, ৫ জুন: যাঁরা নিখোঁজ তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা আমাদের প্রধান লক্ষ্য, আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি। আবেগাপ্লুত হয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার রাতে দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রসঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রীর চোখে জল দেখা যায়। ওডিশার বালেশ্বরে মর্মান্তিক রেল দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর আপ ও ডাউন দু'টি লাইনই ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ডাউন লাইনে প্রথম ট্রেন চলে রাত ১০.৪০ মিনিটে। একটি মালগাড়ি ওই লাইনে চালানো হয়। পরে রাত ১২-টা বেজে পাঁচ মিনিটে আপ লাইনে চলে প্রথম ট্রেন। কাজ তদারকের জন্য উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


রেলমন্ত্রী বলেন, “ঘটনার পর প্রধানমন্ত্রী এখানে এসে উৎসাহ দিয়ে গিয়েছেন কর্মীদের কাজে গতি বাড়ানোর। ৫১ ঘণ্টার চেষ্টায় লাইন মেরামত করে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানো হয়েছে।" দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে দিনরাত এক করে কাজ করেছেন রেলকর্মীরা। দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রসঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রীর চোখে জল দেখা যায়। যাঁরা নিখোঁজ তাঁদের দ্রুত খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী বৈষ্ণব।


You might also like!