দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নানা জাতি, নানা ধর্ম, নানা
রীতির মেলবন্ধন হল এই ভারত। এই ভারতেই রয়েছে এক গ্রাম, যেখানে একটি নয়, দুটি বিয়ে করে
থাকেন পুরুষেরা। আসলে এটাই নিয়ম ওই গ্রামের। নিয়ম অনুযায়ী, যদি কোনো পুরুষ দুটি বিয়ে
না করেন তাহলে তাকে বিতাড়িত হতে হয় গ্রাম থেকে।
রাজস্থানের বাড়মের জেলার অন্তর্গত দেরাসর গ্রামেই রয়েছে
এই অদ্ভুত নিয়ম। দেরাসর গ্রামের বাসিন্দারা বিশ্বাস করেন যে কোনো পুরুষের প্রথম স্ত্রীর
কোনও সন্তান হবে না। সন্তান পাওয়ার জন্য অবশ্যই করতে হবে দ্বিতীয় বিয়ে। এই অদ্ভুত
বিশ্বাসের জন্যই গ্রামের পুরুষেরা প্রথম বিয়ের পর করে নেন দ্বিতীয় বিয়ে ।
তবে এমন অদ্ভুত বিশ্বাসের সূত্রপাত কিন্তু অনেক আগে। জানা
যায়, বহু সময় আগে এই গ্রামের এক দম্পতির কিছুতেই সন্তান হচ্ছিল না। তারপর সেই পুরুষ
দ্বিতীয় বিয়ে করলে সন্তানের মুখ দেখতে পান। তারপর এমন ঘটনা ঘটেছে গ্রামের
বহু বাসিন্দাদের সাথে। তখন থেকেই এই গ্রামে পুরুষদের দুটি বিয়ের প্রচলন শুরু হয়।
এছাড়াও এমন অদ্ভুত নিয়মের পিছনে আরো একটি কারণ রয়েছে বলে
জানা যায়। তীব্র জল সংকট রয়েছে এই গ্রামে। প্রতিদিন অন্তত ৫ কিলোমিটার হেঁটে এই গ্রামের
মহিলারা জল আনতে যান। তবে অন্তঃসত্ত্বা মহিলাদের পক্ষে এতটা পথ হেঁটে জল আনতে যাওয়া
খুবই কষ্টের। মনে করা হয় তাই এই গ্রামের পুরুষ বাসিন্দারা দ্বিতীয় বিয়ে করে থাকেন।