Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Health

11 months ago

Benefits of Winter Vegetables: ক্যানসার-সহ বহু জটিল রোগ নিরাময়ে এই সবজির গুন অধিক! জেনে নিন বিস্তারিত

Cauliflower & Cabbage (Symbolic picture)
Cauliflower & Cabbage (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকালীন সবজির মধ্যে কপি বেশ জনপ্রিয়। বাজারে কপির চাহিদাও ব্যাপক। সাধারণত তিন ধরনের কপি বাজারে পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি ও ওলকপি। কপি স্বাদে যেমন অতুলনীয় তেমনই সুস্বাস্থ্য গঠনে এর জুড়ি মেলা ভার। 

যকৃৎ থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করে শরীরকে সুস্থ রাখতে পারে কপি।  ক্যানসার-সহ নানান জটিল রোগ দূর করে এই সবজি। গ্যসের ভয়ে শীতকালীন এই সবজিকে অনেকেই এড়িয়ে চলেন কিন্তু উপকার গুলো জানলে অবশ্য অবাক হবেন! তবে জেনে নিন শীতকালীন জনপ্রিয় এই সবজির উপকারের তালিকা- 

*  কপিতে প্রচুর ফাইবার আছে, যা শরীরে কোলস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে;

* কপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায় এবং সর্দি-কাশিসহ নানা রোগ প্রতিরোধ করে কপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড। এর ক্যালসিয়াম হাড় শক্ত করে;

* কপি কফ, জ্বর ,পিত্ত, কুষ্ঠ, কাশি, শ্বাসকষ্ট, লিভার বেড়ে যাওয়া শরীরের ভিতরে ফোঁড়া ,ব্রণ ইত্যাদিকে নাশ করে! ক্যানসার প্রতিরোধ করতে পারে এই কপি;

* কপিতে আছে সালফোরাপেন, যা ক্যানসার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না। স্তন ক্যানসার, কোলন ও মূত্রথলির ক্যানসারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে কপির;

* কপিতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস ও লোহা আছে। এছাড়াও ভিটামিন এ ,বি আর সি আছে। তাই সুস্থ থাকতে রোজ ফুলকপি ,বাঁধাকপি কিংবা ওলকপি খান ।

You might also like!