শ্রীনগর, ৮ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে ক্রমশ আসন বৃদ্ধি পাচ্ছে এনসি-কংগ্রেস জোটের। তবে খুব পিছিয়ে নেই বিজেপিও। আপাতত এনসি-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ৪৭টি আসনে। এর মধ্যে নাশব্যাল কনফারেন্স (এনসি) এগিয়ে ৩৯টি আসনে আর কংগ্রেস এগিয়ে ৮টি আসনে। অন্য দিকে, বিজেপি এগিয়ে ২৮টি আসনে।
বিধানসভা ভোটের প্রাথমিক ফল বলছে, মাত্র ৩টি আসনে এগিয়ে রয়েছে মেহবুবা মুফতির পিডিপি। জেপিসি এগিয়ে দু'টি আসনে, নির্দল প্রার্থী এগিয়ে ৮টি আসনে এবং সিপিআই (এম) এবং ডিপিএপি একটি করে আসনে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর প্রথম বিধানসভা ভোট হল সেখানে।