Country

1 month ago

Mayawati on Union budget:কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্ষুব্ধ মায়াবতী, বঞ্চনার অভিযোগ আনলেন বিএসপি প্রধান

Mayawati on Union budget
Mayawati on Union budget

 

লখনউ, ২৬ জুলাই : কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রধান মায়াবতী। কেন্দ্রের বিরুদ্ধে তিনি আনলেন বঞ্চনার অভিযোগ। মায়াবতী শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "কেন্দ্রের এই ধরনের বিমাতৃসুলভ আচরণ নতুন কিছু নয়। ইউপিতেও এই আচরণের মুখোমুখি হয়েছে বিএসপি। অ-বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রীয় বাজেটে অসন্তুষ্ট হয়ে নীতি আয়োগ সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বিপুল জনসংখ্যার উত্তর প্রদেশের মতো একটি দরিদ্র ও পিছিয়ে পড়া রাজ্যের প্রতি বাজেটে যথাযথ মনোযোগ না দেওয়া কতটা ন্যায়সঙ্গত? দেশ এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়া কেন্দ্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

মায়াবতী নিজের এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, সংসদে পেশ হওয়া এনডিএ সরকারের বাজেটেও দেশ ও সাধারণ জনগণের স্বার্থের চেয়ে রাজনৈতিক স্বার্থের কারণে, বিভিন্ন রাজ্যের মধ্যে বৈষম্য, পক্ষপাতিত্ব ও ভারসাম্যহীনতার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ হওয়া স্বাভাবিক। মায়াবতী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে লিখেছেন, দেশ ও জনস্বার্থকে সর্বাগ্রে রাখা কেন্দ্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

You might also like!