হাওড়া, ২৮ আগস্ট : বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। এই বাংলা বনধকে সফল করতে এদিন সকাল থেকেই রাস্তায় নামেন বিজেপির কর্মী সমর্থকরা। এই বনধের মধ্যেই দেখা গেল হাওড়ায় হেলমেট পরে বাসে চালকের আসনে বসেন এক বাসের চালক। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বনধের জেরে সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ। উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছল 'ছাত্রসমাজ।' এই অভিযান রুখতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ–এর প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি।