Game

2 weeks ago

Cricket Player: সৌরভ, সচিনদের সাথে খেলে এখন তিনি সামান্য একজন কেরানি! জানেন কে এই অলরাউন্ডার?

Gyanendra Pandey (Symbolic Picture)
Gyanendra Pandey (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নব্বই দশকে মাঠ কাঁপিয়ে রেখেছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, হরভজন সিংরা। তাঁদের অসাধারণ পারফর্মন্সে ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু তাঁদের সাথে মাঠ কাঁপানো এক খেলোয়াড় এখন সামান্য এক কেরানি। মনে রাখে নি কেউ তাঁকে।

তিনি হলেন জ্ঞানেন্দ্র পাণ্ডে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনিই খুব অল্প সময়ের জন্য জাতীয় দলের হয়ে খেলেছেন। উত্তরপ্রদেশের এই ডানহাতি ব্যাটসম্যান এবং অফস্পিন বোলার ১৯৯৯ সালে ভারতীয় দলের হয়ে মাত্র দুইটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান। তার আগে ১৯৮৯-৯০ মৌসুমে তিনি উত্তরপ্রদেশের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন এবং দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। পাকিস্তানের বিরুদ্ধে জয়পুরে প্রথম ওডিআই ম্যাচটি খেলেন তিনি। এই ম্যাচে ব্যাট হাতে শুন্য রান এবং বোলিংয়ে কোনও উইকেট পাননি তিনি। ওই একই সিরিজে আরেকটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেই ম্যাচেও তিনি উল্লেখযোগ্য কিছু করতে পারেননি জ্ঞানেন্দ্র। শেষদিকে ব্যাট নেমে মাত্র ৩ রান করেন এই অলরাউন্ডার। ফলে জাতীয় দলে তার যাত্রা সেখানেই শেষ হয়ে যায়। জাতীয় দল থেকে বাদ পড়ে আর সুযোগ পাননি জ্ঞানেন্দ্র। তাঁকে নিয়ে কেউ আলোচনাও করেনি সেই সময়ে। এদিকে পেটের দায়ে দরকার ছিল একটা চাকরির। শেষমেষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক সাধারণ কর্মী হিসেবে চাকরি করতে শুরু করেন জ্ঞানেন্দ্র। এখন তাঁর পেশা বলতে এই ব্যাঙ্কের চাকরি। 

You might also like!