দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমান বাজারে এক টাকার কোনো বিশেষ মূল্য না থাকলেও এক টাকায় শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার উদ্যোগে তালকুড়ি এবং কালাঝরিয়া গ্রামে চালু হয়েছে “এক টাকার পাঠশালা।”এই পাঠশালার বিশেষত্ব হলো, এক টাকার বিনিময়ে এখানে শিশু এবং তাদের অভিভাবকদের শিক্ষিত করা হবে। তালকুড়ি এবং কালাঝরিয়া গ্রামে এই পাঠশালার মাধ্যমে ৫০ জন পড়ুয়া বর্তমানে উপকৃত হচ্ছেন।
অগ্নিমিত্রা পাল জানান, অনেক শিশু স্কুলে পড়াশোনা করলেও আর্থিক অসঙ্গতির কারণে তাদের অভিভাবকরা বাড়তি টিউশনের ব্যবস্থা করতে পারেন না। এই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ। তিনি আরও জানান, "শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও এখানে পড়ানো হবে, যাতে শিক্ষা অর্জনের মাধ্যমে সামগ্রিক উন্নতি সম্ভব হয়।"
গ্রামের বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এই পাঠশালা গ্রামীণ শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বর্তমানে তালকুড়ি এবং কালাঝরিয়া গ্রামে শুরু হওয়া এই প্রকল্প কতটা সফল হয় এবং ভবিষ্যতে আরও কতজন পড়ুয়া এতে অংশ নেয়, সেদিকেই এখন নজর সবার।