Game

1 week ago

Newzeland new coach : ৩ টেস্টের জন্য নিউজিল্যান্ডের কোচ নির্বাচিত হলেন রঙ্গনা হেরাথ

Rangana Herath  (symbolic picture)
Rangana Herath (symbolic picture)

 

অকল্যান্ড, ৭ সেপ্টেম্বর: তিনটি টেস্টের জন্য শ্রীলংকার রঙ্গনা হেরাথকে নিউজিল্যান্ড কোচ করল। আগামী ২ মাসে এশিয়ায় ৬টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সেই ৬ টেস্টের প্রথম তিনটিতে নিউজিল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেবেন হেরাথ। মূলত নিউজিল্যান্ডের তিন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল এবং রাচিন রবীন্দ্রকে এশিয়ার কন্ডিশনে কিভাবে বল করতে হবে তা শেখানোর দায়িত্ব পেয়েছেন লঙ্কান এই কিংবদন্তি স্পিনার।

অক্টোবরে ভারতের নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ওই ম্যাচের পর শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবে তারা। এই তিনটি ম্যাচের জন্য হেরাথকে দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে সিরিজ থাকলেও ওই সিরিজের দায়িত্ব দেওয়া হয়নি হেরাথকে। ভারতের প্রাক্তন কোচ বিক্রম রাঠোরকে এক ম্যাচের জন্য কোচিং স্টাফে যুক্ত করেছে নিউজিল্যান্ড। কোচিং স্টাফে এশিয়ার এই দুজনকে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘দুজনই বিশ্ব ক্রিকেটে বেশ সম্মানীয়। আমাদের ক্রিকেটাররা ওদের কাছ থেকে শেখার জন্য অপেক্ষা করছে। 

You might also like!