Jharkhand

1 day ago

Jharkhand: ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট শুরু, ভাগ্যপরীক্ষা একঝাঁক তারকা প্রার্থীর

Jharkhand's second phase of polling
Jharkhand's second phase of polling

 

রাঁচি, ২০ নভেম্বর : ঝাড়খণ্ডে শুরু হয়েছে দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে দ্বিতীয় তথা শেষ দফায় বুধবার ৩৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ঝাড়খণ্ডে ভোটগণনা আগামী ২৩ নভেম্বর (শনিবার)। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, শেষ হবে বিকেল পাঁচটায়। ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টিতে ভোটগ্রহণ হয়েছিল। বুধবার হবে বাকি ৩৮টিতে ভোটগ্রহণ হচ্ছে।

২০১৯-এর বিধানসভা ভোটে প্রায় সাড়ে ৩৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছিল জেএনএম-কংগ্রেস-আরজেডির ‘মহাজোট’। এ বারও তিন দল একসঙ্গে লড়ছে। সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল (লিবারেশন)-কে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এবার জোরদার প্রচার করেছে বিজেপি। গেরুয়া শিবির জয়ের বিষয়ে প্রবল আশাবাদী।

শেষ দফায় ঝাড়খণ্ডে ভাগ্যপরীক্ষা হচ্ছে একঝাঁক তারকা প্রার্থীর। ভোটের দ্বিতীয় দফায় সোরেন পরিবারের চার সদস্য হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, সীতা সোরেন এবং বসন্ত সোরেন-এর রাজনৈতিক ভাগ্য নির্ণয় হচ্ছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বরহেট বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসন জেএমএম-এর দুর্ভেদ্য দুর্গ বলে মনে করা হয়। এই দফায় মোট ৫২৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে ৫৫ জন মহিলা প্রার্থী।

You might also like!