কলকাতা, ২৮ নভেম্বর : বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতায় একটু বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। তাপমাত্রা একটু চড়লেও, বৃহস্পতিবার সকালেও কলকাতায় শীতের আমেজ অনুভূত হয়েছে। শীতের আমেজ ছিল শহর থেকে গ্রাম সর্বত্র, তবে হালকা।
এদিকে, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ফেনজলের সরাসরি প্রভাব না পড়লেও, তার জেরে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। শনি ও রবিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।