Breaking News
 
SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব Abhishek Banerjee: ‘বাংলা নয়, সময় হয়েছে আপনাদের পাল্টানোর!’ সিঙ্গুরের মঞ্চ থেকে মোদীর আক্রমণের জবাবে হুঙ্কার দিলেন অভিষেক

 

Country

1 year ago

Giriraj Singh:বাংলায় আইন শৃঙ্খলার অবনতি ও কেন্দ্রের কড়া মন্তব্য: গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।  কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এসেছে রাজ্যের সরকার, বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ।

গিরিরাজ সিং বলেন, "পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। বিরোধীরা কিছু বললেই তাদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি রাজ্যপালকেও গ্রেফতার করা হবে কি না, তা নিয়ে আমি চিন্তিত। বাংলার মা-বোনেরা সুরক্ষিত নন। মুখ্যমন্ত্রী কিম জং উনের মতো আচরণ করছেন।"তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্র এই সরকারের নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের গ্রেফতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে।

গিরিরাজ সিং আরও বলেন, "মহারাষ্ট্র ও ঝাড়খন্ডে ডাবল ইঞ্জিন সরকার আসবে। বিশেষ করে ঝাড়খন্ডে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানো হবে।"এক্সিট পোল প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আমি এক্সিট পোলের ওপর বিশ্বাস করি না। হরিয়ানাতেও আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল।"পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে।

You might also like!