Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Country

1 year ago

Giriraj Singh:বাংলায় আইন শৃঙ্খলার অবনতি ও কেন্দ্রের কড়া মন্তব্য: গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।  কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এসেছে রাজ্যের সরকার, বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ।

গিরিরাজ সিং বলেন, "পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। বিরোধীরা কিছু বললেই তাদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি রাজ্যপালকেও গ্রেফতার করা হবে কি না, তা নিয়ে আমি চিন্তিত। বাংলার মা-বোনেরা সুরক্ষিত নন। মুখ্যমন্ত্রী কিম জং উনের মতো আচরণ করছেন।"তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্র এই সরকারের নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের গ্রেফতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে।

গিরিরাজ সিং আরও বলেন, "মহারাষ্ট্র ও ঝাড়খন্ডে ডাবল ইঞ্জিন সরকার আসবে। বিশেষ করে ঝাড়খন্ডে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানো হবে।"এক্সিট পোল প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আমি এক্সিট পোলের ওপর বিশ্বাস করি না। হরিয়ানাতেও আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল।"পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে।

You might also like!