কলকাতা, ৩১ আগস্ট : 'মাইসোর এক্সপ্রেস' জাভাগল শ্রীনাথ। এই নামেই তিনি পরিচিত ছিলেন ভারতীয় ক্রিকেটে। ভারতের এই প্রাক্তন পেসারের শনিবার ৫৪-তম জন্মদিন। ভারতের হয়ে ১৯৯১ সাল থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন তিনি। ওয়ানডে-তে ৩১৫ উইকেট নেওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার শ্রীনাথ। ওয়ানডে-তে অনিল কুম্বলের পরই তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। টেস্টে তার উইকেট সংখ্যা ২৩৬।
২০০৩ বিশ্বকাপে রানার্স হয় ভারত। জাহির খান, আশিস নেহরার সঙ্গে ভারতকে ফাইনালে তুলতে বড় অবদান ছিল শ্রীনাথেরও। খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন তিনি। আইসিসি-র ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ।