মাদ্রিদ, ২৯ আগস্ট : ভিনিসিয়ুস জুনিয়র মাঠে নামলে বর্ণবাদী আক্রমণ করে থাকে অ্যাতলেটিকো সমর্থকরা। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুঃখে-কষ্টে ছেড়ে যেতে চেয়েছিলেন স্পেন। তবে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদকে তিনি পাশে পেয়েছেন সবসময়। এবার তাঁর ব্যাপারে আরেও কঠোর হল রিয়াল মাদ্রিদ। নতুন মরসুমের শুরুতেই লস ব্লাঙ্কোসরা তাঁর পক্ষ নিয়ে করে দিয়েছে এই ঘোষণা। এই আক্রমণ ঠেকাতে আরও বড় পরিকল্পনা তাদের। বর্ণবাদী আক্রমণ হলেই খেলা বাদ দিয়ে মাঠ ছেড়ে যাবে রিয়াল মাদ্রিদ।
ভিনিসিয়ুস জুনিয়র বলেছেন, ‘ক্লাবে এই বর্ণবাদ বিষয়টা নিয়ে আমাদের প্রায় সময় কথা হয়। সব খেলোয়াড়ই বলেছে, যদি আবার বর্ণবাদী আক্রমণ হয় তাহলে প্রত্যেকে মাঠ ছেড়ে চলে যাবে। তাতে করে যেসব মানুষ আমাদের অপমান করতে চায়, তাদের বড় শাস্তি দেওয়া যাবে।’ সুতরাং নতুন মরসুমে নতুন সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। লা লিগা কিংবা স্প্যানিশ সরকারের শাস্তির অপেক্ষায় থাকবেন না তাঁরা। বর্ণবাদের ঘটনা ঘটলেই এবার থেকে খেলার মাঝেই মাঠ ছেড়ে যাবেন তারা।