দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। আগামী সোমবার শোক প্রস্তাব পাঠ করা হবে। সর্বদল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ।
তিনি বলেন, প্রথম দিন শোকপ্রস্তাব পাঠের পর দিনের মতো অধিবেশন মুলতুবি ঘোষণা করা হবে। পরদিন অর্থাৎ মঙ্গলবার ২৬ নভেম্বর সংবিধান দিবস। এ নিয়ে অধ্যক্ষ সভায় প্রস্তাব উত্থাপন করবেন এবং তা নিয়েই দুদিন আলোচনা হবে। উল্লেখ্য, ৭৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠান চলছে দেশজুড়ে। সংবিধানের অনুষ্ঠান লোকসভাতেও চলছে এবং তা সাড়ম্বরে। এ রাজ্যের বিধানসভাতেও সংবিধান দিবস তেমনভাবেই গুরুত্বের সঙ্গে পালন করা হবে।
এদিকে, বিরোধী দলেরও এই নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ মতামত। সব রেকর্ড করা হবে। অন্যদিকে, আগামী ২৮ নভেম্বর - স্ট্যান্ডিং কমিটির তরফে প্রথম রিপোর্ট জমা পড়েছে কৃষি ও কৃষি বিপণন দফতরের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ এবং উদ্যান পালন দফতরের পক্ষ থেকেও। সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা চলবে।