Country

6 hours ago

Delhi pollution:যমুনার জল এখনও দূষিতই, কালিন্দী কুঞ্জে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ফেনা

The waters of the Yamuna are still polluted, with poisonous foam floating in Kalindi Kunj
The waters of the Yamuna are still polluted, with poisonous foam floating in Kalindi Kunj

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর :  একেই বায়ুদূষণ, বাতাসের গুণগতমান দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে, তার মধ্যে যমুনা নদীর জলও খারাপ। দিল্লিতে যমুনার জলে শুক্রবার সকালেও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো শুক্রবারও দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে।

এদিন সকালেও রাজধানী দিল্লি ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। বাতাসের গুণগতমান ছিল খারাপ। এই দূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গেল বিষাক্ত ফেনা। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। যা রীতিমতো চিন্তাজনক।

You might also like!