Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Health

1 year ago

High BP: দীর্ঘদিন ধরে হাই প্রেশারের সমস্যায় ভুগছেন? দ্রুত মুক্তি দেবে এই হোমিওপ্যাথি ওষুধ

High BP
High BP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাউলফিয়া মাদার টিংচার একটি হোমিওপ্যাথি ওষুধ, যা উচ্চ রক্তচাপ কমানো এবং মানসিক চাপ ও উদ্বেগ কমানোর জন্য বহুল ব্যবহৃত। এই ওষুধটি Rauwolfia Serpentina নামক একটি উদ্ভিদ থেকে তৈরি করা হয়। যা বিভিন্ন স্বাস্থ্যগত উপকারের জন্যই মূলত পরিচিত।সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, উদ্বেগ এবং মানসিক চাপ কমাতে এটি ভীষণভাবেই সহায়ক একটি ওষুধ। কারণ, উদ্বেগ এবং মানসিক চাপ কমিয়ে এটি মস্তিষ্ককে শান্ত করে তোলে। তাছাড়া ঘুমেরও মান উন্নত করতে সাহায্য করে। কারণ, অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন।এমন ব্যক্তিরা এই ওষুধটি খেলে উপকার পেতে পারেন। কারণ, এটি মানসিক শান্তি এনে গভীর এবং স্থির ঘুমের ক্ষেত্রে বেশ সহায়ক।অন্যদিকে, স্নায়ুবিক উত্তেজনা নিয়ন্ত্রণেও বেশ সহায়ক ওষুধ এটি। স্নায়ুর উত্তেজনা এবং অস্থিরতা দূর করতেও এই ওষুধটি বেশ কার্যকর। কারণ, স্নায়ুর স্থিতিশীলতা এনে স্বাভাবিক জীবনযাত্রায় সহায়ক ভূমিকা পালন করে এই ওষুধটি।

জেনে নেওয়া যাক এর ব্যবহারের পদ্ধতি। সাধারণত রাউলফিয়া মাদার টিংচার ১০-১৫ ফোঁটা হাফ কাপ জলে দিনে ২-৩ বার নিতে হয়। তবে সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য হোমিওপ্যাথিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিৎ। কারণ, এই ডোজ ব্যক্তির শারীরিক অবস্থা এবং লক্ষণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

সবমিলিয়ে, এই রাউলফিয়া মাদার টিংচার একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি ওষুধ। বিশেষ করে উচ্চ রক্তচাপ, মানসিক চাপ এবং উদ্বেগ কমানোর জন্য ভীষণভাবেই এটিকে ব্যবহার করা হয়। Rauwolfia Serpentina নামক উদ্ভিদ থেকে এই ওষুধটি তৈরি করা হয়। যা বিভিন্ন স্বাস্থ্যগত উপকারের জন্যই মূলত পরিচিত।

You might also like!