Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Technology

7 months ago

TVS Motor-কে Adventure Bike বানিয়ে দিচ্ছে BMW!থাকবে 300 সিসি ইঞ্জিন, লঞ্চ কবে জানুন

TVS adventure motorcycle
TVS adventure motorcycle

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ TVS Motor বাইক লাভার্সদের জন্য সুখবর। খুব শীঘ্রই 300cc অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসতে চলেছে। লঞ্চের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে টিভিএস। মনে করা হচ্ছে, EICMA -তে লঞ্চ হতে চলা BMW এর F 450 GS এর থেকে সম্পূর্ণ আলাদা হবে। দুই কোম্পানি একজোট হয়ে এই বাইক তৈরি করছে।

TVS আনছে 300cc অ্যাডভেঞ্চার বাইক

 টিভিএস-এর আপকামিং অ্যাডভেঞ্চার বাইকটিতে ৩০০ সিসির সম্পূর্ণ নতুন ইঞ্জিন থাকবে বলে দাবি করা হয়েছে। অ্যাপাচি আরটিআর ৩১০ এবং অ্যাপাচি আরআর৩১০-এর ইঞ্জিনের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন ইঞ্জিন বানাচ্ছে কোম্পানি। এটি সিক্স স্পিড গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা থাকবে। অ্যাডভেঞ্চার বাইক যেমন দেখতে হয়, তেমনই ডিজাইন থাকবে এতে। সঙ্গে মিলবে মাসকুলার বডি প্যানেল। বাইকের হার্ডওয়্যার সেটআপের মধ্যে থাকবে ফ্রন্ট-রিয়ার ডিস্ক ব্রেক, ওয়ার-স্পোক হুইল, টিউব টায়ার। টিভিএস মোটরসাইকেলটির সামনে ২১ ইঞ্চি ও পিছনে ১৯ ইঞ্চি চাকা ব্যবহার করতে পারে। এর ফলে অফ-রোডের পাশাপাশি অন-রোড রাইডের চাহিদাও পূরণ হবে। সাসপেনশনের জন্য ফ্রন্টে ইউএসডি ফর্ক এবং পিছনে মনোশক থাকতে পারে। আরআর ৩১০ এবং আরটিআর ৩১০-এর মতো রোড-গোয়িং বাইকে অ্যাডজাস্টেবল স্প্রিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে নতুন বাইকটিতেও এই ফিচার দেখা যেতে পারে। টিভিএস বরাবরই তাদের মোটরসাইকেল এবং স্কুটারে অত্যাধুনিক ফিচার্স দেওয়ার জন্য পরিচিত। তাই আসন্ন বাইকটি স্মার্টফোন কানেক্টিভিটি, এলইডি লাইটিং, রাইড মোড, ফুল ডিজিটাল কনসোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, প্রভৃতি অফার করতে পারে। এটি Hero Xpulse 200 4V ও Royal Enfield Himalayan 450-এর মধ্যে শূণ্যতা পূরণ করবে বলে আশা করা যায়। সবশেষে বলে রাখি, এটি টিভিএস কোম্পানির সবথেকে দামি মডেল হিসাবে আসবে।


You might also like!