দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ TVS Motor বাইক লাভার্সদের জন্য সুখবর। খুব শীঘ্রই 300cc অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসতে চলেছে। লঞ্চের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে টিভিএস। মনে করা হচ্ছে, EICMA -তে লঞ্চ হতে চলা BMW এর F 450 GS এর থেকে সম্পূর্ণ আলাদা হবে। দুই কোম্পানি একজোট হয়ে এই বাইক তৈরি করছে।
TVS আনছে 300cc অ্যাডভেঞ্চার বাইক
টিভিএস-এর আপকামিং অ্যাডভেঞ্চার বাইকটিতে ৩০০ সিসির সম্পূর্ণ নতুন ইঞ্জিন থাকবে বলে দাবি করা হয়েছে। অ্যাপাচি আরটিআর ৩১০ এবং অ্যাপাচি আরআর৩১০-এর ইঞ্জিনের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন ইঞ্জিন বানাচ্ছে কোম্পানি। এটি সিক্স স্পিড গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা থাকবে। অ্যাডভেঞ্চার বাইক যেমন দেখতে হয়, তেমনই ডিজাইন থাকবে এতে। সঙ্গে মিলবে মাসকুলার বডি প্যানেল। বাইকের হার্ডওয়্যার সেটআপের মধ্যে থাকবে ফ্রন্ট-রিয়ার ডিস্ক ব্রেক, ওয়ার-স্পোক হুইল, টিউব টায়ার। টিভিএস মোটরসাইকেলটির সামনে ২১ ইঞ্চি ও পিছনে ১৯ ইঞ্চি চাকা ব্যবহার করতে পারে। এর ফলে অফ-রোডের পাশাপাশি অন-রোড রাইডের চাহিদাও পূরণ হবে। সাসপেনশনের জন্য ফ্রন্টে ইউএসডি ফর্ক এবং পিছনে মনোশক থাকতে পারে। আরআর ৩১০ এবং আরটিআর ৩১০-এর মতো রোড-গোয়িং বাইকে অ্যাডজাস্টেবল স্প্রিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে নতুন বাইকটিতেও এই ফিচার দেখা যেতে পারে। টিভিএস বরাবরই তাদের মোটরসাইকেল এবং স্কুটারে অত্যাধুনিক ফিচার্স দেওয়ার জন্য পরিচিত। তাই আসন্ন বাইকটি স্মার্টফোন কানেক্টিভিটি, এলইডি লাইটিং, রাইড মোড, ফুল ডিজিটাল কনসোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, প্রভৃতি অফার করতে পারে। এটি Hero Xpulse 200 4V ও Royal Enfield Himalayan 450-এর মধ্যে শূণ্যতা পূরণ করবে বলে আশা করা যায়। সবশেষে বলে রাখি, এটি টিভিএস কোম্পানির সবথেকে দামি মডেল হিসাবে আসবে।