চিনাকুরি তিন নম্বর কলিয়ারিতে বেসরকারি কয়লা উত্তোলন কারী সংস্থার গেটের সামনে আবারো অবস্থান-বিক্ষোভ শুরু করলো সমস্ত গ্রাম কমিটির সদস্যরা। প্রসঙ্গত চিনাকুরি তিন নম্বর কোলিয়ারি তে কয়লা উত্তোলনের কাজ একটি বেসরকারি সংস্থাকে দিয়েছে ই সি এল কর্তৃপক্ষ । খনিতে স্থানীয় গ্রামবাসীদের কাজের নিয়োগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছে সমস্ত গ্রাম কমিটি বলে একটি সংগঠন। ৩ তারিখ কয়লা উত্তোলনকারী সংস্থার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করে ৭ তারিখ বৈঠক হবে বলে জানাই কয়লা উত্তোলনকারী সংস্থা এ কথা জানিয়েছেন পীযূষ মাহাতো নামে এক আন্দোলনকারী।