কলকাতা, ৭ নভেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও শীত আসতে দেরিই আছে। আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে, গ্রাম বাংলায় সকালের দিকে শীত-শীত আমেজ অনুভূত হচ্ছে। বেলা বাড়তেই তা অবশ্য উধাও হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত থাকবে শুষ্ক। পাশাপাশি, উত্তরবঙ্গের সমতলেও এখনই আসছে না শীত। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।