Game

2 months ago

Diamond league : ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করলেন নীরজ, ১৩ ও ১৪ সপ্টেম্বর ফাইনাল

Neeraj chopra (symbolic picture)
Neeraj chopra (symbolic picture)

 

ব্রাসেলস, ৭ সেপ্টেম্বর : ব্রাসেলসের ডায়মন্ড লিগের ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ফাইনাল। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পরে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। জার্মানির জুলিয়ান ওয়েবার ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মলদোভার আনদ্রিয়ান মারদারে এবং জাপানের রডেরিক ডিন সেরা ছয়ে রয়েছেন। প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা পাওয়া আর্শাদ নাদিম সেরা ছয়ে নেই।

চলতি মরশুমে ডায়মন্ড লিগের দুটো সংস্করণে অংশ নিয়েছিলেন নীরজ। মে মাসে দোহায় ৮৮.৮৬ মিটার ছুড়ে দ্বিতীয় হন। লুসানেতেও নীরজ ৮৯.৪৯ মিটার ছুড়ে দ্বিতীয় হন। প্যারিস অলিম্পিকে নীরজকে নিয়ে স্বপ্ন দেখেছিল দেশবাসী। ৯০ ছুঁড়ে তিনি সোনা পাবেন। কিন্তু সোনা জিততে পারেননি নীরজ। রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। প্যারিস অলিম্পিকের পরে দেশে না ফিরে নীরজ কুঁচকির চোটের চিকিৎসার জন্য জার্মানি যান। চোট সারিয়ে নীরজ কতখানি তৈরি তা এবার বোঝা যাবে ব্রাসেলসের ফাইনালে। তাই নজর সবার থাকবে নীরজ কী করেন।

You might also like!