Country

4 months ago

Badrinath highway : ধ্বংসস্তূপ সরানো হয়েছে, যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত বদ্রীনাথ হাইওয়ে

Badrinath highway (symbolic picture)
Badrinath highway (symbolic picture)

 

চামোলি, ৭ সেপ্টেম্বর : অবশেষে স্বস্তি! ধ্বংসস্তুপ সরানো হয়েছে, এরপর শনিবার সকাল থেকেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বদ্রীনাথ হাইওয়ে। শনিবার সকালে চামোলি পুলিশ জানিয়েছে, পাগলনালা ও নন্দপ্রয়াগে ধ্বংসাবশেষের কারণে অবরুদ্ধ ছিল বদ্রীনাথ হাইওয়ে। ধ্বংসস্তুপ সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল থেকে সমস্ত ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে বদ্রীনাথ হাইওয়েতে। উল্লেখ্য, প্রবল বৃষ্টির ফলে পাগলনালা ও নন্দপ্রয়াগে পাহাড় থেকে গড়িয়ে আসে পাথর, ফলে ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। মেরামতের পর খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ হাইওয়ে। এর ফলে স্বস্তি পেলেন আটকে পড়া বিপুল সংখ্যক মানুষ।

You might also like!