Country

4 months ago

PM Modi greets nation on Ganesh Chaturth:দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনায় পালিত গণেশ চতুর্থী, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

PM Modi greets nation on Ganesh Chaturth
PM Modi greets nation on Ganesh Chaturth

 

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : সমগ্র দেশে শনিবার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। মহারাষ্ট্ৰে শনিবার থেকেই শুরু হয়েছে গণেশ উৎসব। গণেশ চতুর্থী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে গণেশ চতুর্থীর হার্দিক শুভকামনা।

ভগবান গণেশ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। পারিবারিক পুজোর পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন ক্লাবের উদ্যোগেও হচ্ছে গণেশ আরাধনা। পুজো প্যান্ডেলগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। ১০ দিন ব্যাপী এই উৎসবের শেষ দিনে গণেশ বিসর্জনও বেশ আকর্ষণীয়।

You might also like!