Country

1 day ago

AAP Leader Manish Sisodia: দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ সিসোদিয়ার, বিঁধলেন মোদী ও শাহকে

AAP Leader Manish Sisodia
AAP Leader Manish Sisodia

 

নয়াদিল্লি, ৬ জানুয়ারি : দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সোমবার মনীশ সিসোদিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "আমি এইমাত্র টিভিতে দেখেছি, সঙ্গম বিহার এলাকায়, রাতে এক ঘণ্টা ধরে গুলি চলেছে। গোটা এলাকার মানুষ আতঙ্কিত, গ্যাংযুদ্ধ চলতে থাকে। এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি যে জাতীয় রাজধানীতে প্রকাশ্যে গ্যাং ওয়ার চলছে। প্রায় প্রতিদিনই প্রকাশ্যে গুলি চলছে।"

মনীশ সিসোদিয়া আরও বলেছেন, "গতরাতে সঙ্গম বিহারে ঘটে যাওয়া ঘটনায় বলা হচ্ছে, দু'জন গুরুতর আহত, আরও একজন হাসপাতালে ভর্তি। প্রধানমন্ত্রী এসে দিল্লির জনগণের সামনে কেজরিওয়ালজিকে কথা শোনাচ্ছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, দিল্লির জনতা প্রধানমন্ত্রী, অমিত শাহ, বিজেপিকে আইনশৃঙ্খলা ঠিক করার দায়িত্ব দিয়েছে, কিন্তু আপনারা আইন-শৃঙ্খলা সামলাতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। ভাবুন, দিল্লিতে যদি বিজেপিকে হাসপাতাল, স্কুল, বিদ্যুতের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কী অবস্থা হবে?"

You might also like!