নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : সমগ্র দেশেই এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে আগামী কিছু দিন ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, ৮ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূল, মধ্য মহারাষ্ট্ৰ ও গোয়ায় বৃষ্টিপাত হবে। ৯ সেপ্টেম্বর কর্ণাটক উপকূল, কেরল, ওডিশা, পূর্ব রাজস্থান, ছত্তিশগড়, বীরভদ্র, ঝাড়খণ্ড ও মেঘালয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে তেলেঙ্গানা এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও।
আইএমডি জানিয়েছে, ৯ তারিখ মধ্য মহারাষ্ট্ৰ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। এরপর ১০ তারিখ তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়, ছত্তিশগড়, বীরভদ্র, মধ্য মহারাষ্ট্ৰ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টি হবে। ১১ সেপ্টেম্বরও উত্তর-পূর্বের রাজ্যগুলি ছাড়াও ছত্তিশগড়, বীরভদ্র ও কেরলে বৃষ্টিপাত প্রত্যাশিত। বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশে। পরের দিন ১২ তারিখও উত্তর-পূর্বের রাজ্যগুলি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও অরুণাচলে ভারী বৃষ্টি প্রত্যাশিত।