Horoscope

4 months ago

Rashifal:কর্মক্ষেত্রে বসের সঙ্গে ঝামেলা থেকে শুরু করে পদোন্নতি, কেমন যাবে আজকের দিনটি

Rashifal
Rashifal

 

মেষ : আজকে আপনি হয়ত সম মনোভাবাপন্ন লোকজনদের সঙ্গে আপনার ধারণা ও মতামত ভাগ করে নেবেন । আপনার প্রিয়তমের সঙ্গে শেষমেশ আপনার মন থেকে কথোপকথন হবে এবং আপনি আপনার গভীর অঙ্গীকারের কথা প্রকাশ করবেন । অনেকদিনের ভুলে যাওয়া বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে সেই বন্ধুত্বকে আবার জাগিয়ে তোলার জন্য আজ ভালো দিন । ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই জটিল সমস্যার সমাধান করে আপনার ক্ষমতা ও উদ্দীপনাকে কাজে লাগান । আজকে আপনার প্রচুর কোনও আর্থিক লাভ হবে না ।


বৃষ : আজকে আপনার কাঁধে প্রচুর আর্থিক দায়িত্বের বোঝা এসে পড়বে । খরচ নিয়ে বিব্রত হবেন না । দিনের পরের দিকে অপ্রত্যাশিত উৎস থেকে আপনার কাছে টাকা আসবে । যদি পক্ষপাতহীন মতামত ধরে রাখতে পারেন তাহলে আর্থিক ক্ষেত্রে অসাধারণ ফল পাবেন । দিনের পরের দিকে আপনি আর্থিক বিষয় ও পারিবারিক কাজকর্মে মগ্ন থাকবেন । আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে ৷ আপনি প্রায় কখনওই ক্লান্ত হবেন না ও আপনার একঘেয়ে রুটিনও উপভোগ করবেন ।


মিথুন : আপনার খুশির মেজাজ নিয়ে আপনি যেখানেই যাবেন আনন্দ ও ইতিবাচকতা ছড়িয়ে দেবেন । আপনার উদ্যম এখান ক্রমশ বাড়ছে, কাজেই চ্যালেঞ্জিং কাজগুলি করার এখনই সঠিক সময় । পেশাগত ক্ষেত্রে আপনি ঊর্ধ্বতনদের মুগ্ধ ও কনিষ্ঠদের অনুপ্রাণিত করবেন । আর্থিক দিক থেকে আপনি নিজেকে নিয়ে সেরকম নিশ্চিত থাকবেন না । আপনি উপার্জন বাড়াতে চাইবেন কিন্তু কীভাবে তা করবেন তা সম্বন্ধে কোনও ধারণাই আপনার থাকবে না ।


কর্কট : আজকে আপনি দীর্ঘমেয়াদী আর্থিক ভবিষ্যত নিয়ে চিন্তিত থাকবেন না ৷ বরং আপনি টাকা দিয়ে কেনা যায় এরকম ক্ষণস্থায়ী আনন্দ পাওয়ায় মজে থাকবেন । আর্থিক বিষয়টিকে আপনি উদাসীন ভঙ্গিতে দেখবেন । গুরুত্বহীন কাজের পিছনে সময় নষ্ট করার আপনার পেশার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে ও আপনার উন্নতির রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে । এর ফলে নিরাশা বা মেজাজ ওঠানামার সমস্যা দেখা দিতে পারে । পরিকল্পনা করা ও কাজ গুছিয়ে নেওয়াকে প্রাধান্য দিন । বাড়তে থাকা কাজের চাপ আপনি হয়ত সহ্য করতে পারবেন না এবং সন্ধ্যার মধ্যে ক্লান্ত হয়ে পড়বেন ।


সিংহ : আপনি চাইলেও আপনার ভিতরে যে আবেগ জমা হচ্ছে তা প্রকাশ করতে পারবেন না । মনের মণিকোঠায় তাদের জমিয়ে রাখুন । কাজকে আপনি আজ খুবই গুরুত্ব দেবেন । অপ্রত্যাশিত কিছু সমস্যার কারণে আপনার সময়সূচির ক্ষেত্রে আজ কিছু বিলম্ব হতে পারে । আপনার অতীতের প্রচেষ্টা এখন আপনার ঊর্ধ্বতনেরা খেয়াল করবেন ও তার পুরষ্কার দেবেন । এর ফলে আপনি আরও উঁচু কোনও লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা পাবেন । আজকে আপনার আর্থিক পরিস্থিতির মধ্যে কোনওরকম ত্রুটি খুঁজে বের করতে পারবেন না ।


কন্যা : বাধাবিপত্তির কারণে মনমরা হয়ে পড়বেন না, কেননা এর এক একটির কারণে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন । কাজ সুষ্ঠভাবে শেষ করার ক্ষেত্রে আপনার যৌক্তিক ক্ষমতা ও বিচারবুদ্ধি আপনাকে সাহায্য করবে । আপনার প্রাত্যহিক রুটিন ভালো করে গুছিয়ে নিন ও জটিল সমস্যার সমাধানের আরও ভালো কৌশল খুঁজে বের করুন । বুদ্ধি, প্রতিভা ও আপনার কাছে আসা সুযোগ ব্যবহার কারলে আপনিও আজকে অবশ্যই অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন ।


তুলা : দায়িত্বে থাকা কখনওই সোজা নয় ৷ কিন্তু সাধে কি আর নেতারা কঠিন ধাতুতে গড়া হয় ! দায়িত্বে থাকা আপনাকে এমনভাবে নির্দেশ দিতে হবে যাতে আপনার অধস্তনরা তাদের সেরাটা দিতে উদ্বুদ্ধ হন । প্রচলিত স্বৈরাচারী ধরন থেকে বেরিয়ে আসুন এবং এমন ঐক্যমত্য তৈরি করুন যাতে অসাধারণ কাজ করা সম্ভব হয় । যদিও আপনি হিতৈষী ও সুবিবেচক, তাও আজকে পেশাগত ক্ষেত্রে আজকে আপনি কারওর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইবেন না ।


বৃশ্চিক : আজকে কাজের চাপ ক্রমশ বাড়তে থাকবে । যদিও তা আপনি খুব ভালোভাবেই সামলাবেন এবং তার সম্পূর্ণ কৃতিত্ব আপনার ধৈর্য্যের । যাই হোক, নজর তীক্ষ্ণ রাখুন ও আগেভাগেই চাপের লক্ষণ চিনতে শিখুন ও যত দ্রুত সম্ভব তা সামলান । আজকে একটি অসাধারণ সন্ধ্যা কাটবে । আপনার সঙ্গীর সঙ্গে দেখা হয়ে আপনি প্রচণ্ড মুগ্ধ হয়ে যাবেন আজ । স্বাস্থ্যের খেয়াল রাখুন । যারা দুরারোগ্য ব্যধিতে ভুগছেন তাদের আবশ্যক সতর্কতা অবলম্বন করতে হবে ।


ধনু : আপনি আবেগের ঘূর্ণাবর্তে জড়িয়ে আছেন । আজ আপনি নানা ওঠানামার সম্মুখীন হবেন । যদিও কিছুই আপনার কাজের প্রতি একনিষ্ঠতা ও একাগ্রতা থেকে আপনাকে সরাতে পারবে না । এই কর্মব্যস্ত দিনে আজ আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে । কাজেই শরীরচর্চা ও পুষ্টিকর জলখাবার দিয়ে দিন শুরু করতে ভুলবেন না । যদি ভালো করে কাজ করতে চান তাহলে পরের দিন পর্যন্ত এই উদ্যম ধরে রাখুন ।


মকর : সতর্ক থাকলে আপনার প্রেমজীবনেও সাহায্য হবে । সংঘাতের অনৈক্যকে আপনার সম্পর্কের সংহতি নষ্ট করতে দেবেন না । ব্যাঙ্ক ঋণ বা ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করার জন্য আজ ভালো দিন ৷ কিন্তু আবেদন করার আগে নিজের সঠিক প্রয়োজন সম্বন্ধে নিশ্চিত থাকুন । আপনার প্রাত্যহিক প্রয়োজনগুলি নিয়ে আপনাকে আবার কাজ করতে হবে । অফিসে আজকে কর্মকর্তাদের সুনজরে পড়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে । কর্মক্ষেত্রে গলাকাটা প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করুন ।


কুম্ভ : আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনি নতুন কিছু করে দেখবেন । আর্থিক দিক থেকে, আপনার মন যদি বলে যে এটিই সঠিক বিনিয়োগ, তাহলে আর ভাববেন না । আপনার মালিকানায় থাকা কোনও সম্পত্তি বা পুরনো গাড়ি বা অন্য কোনও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি করার জন্যও আজকের দিনটি ভালো । আজকে যেহেতু আপনার মেজাজ সমানে ওঠানামা করবে, সময়ের মধ্যে কাজ শেষ করার আপনার প্রয়াস কারওর চোখেই পড়বে না । তার বদলে আপনার ওপরওয়ালারা চাইবেন যে আপনি একের বেশি কাজ সামলান ।


মীন : আজ আপনি প্রবল উৎসাহী ও উদ্যমী । ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আপনার এতই প্রবল যে আপনি হয়ত গতিবেগের সীমাও লঙ্ঘন করে ফেলবেন । কেনার জন্য বাড়ি বা গাড়ি নিয়ে গবেষণা করার আজ ভালো দিন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পরে নিলেও হবে । আজ খোঁজখবর নেওয়া ও দেখার জন্য ভালো দিন, কিন্তু কেনার জন্য নয় । আজকের স্বর্গীয় শক্তি আপনাকে কোনও সমস্যা ছাড়াই কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট উদ্যমী করে তুলবে ।

You might also like!