নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : ভারতের আবহাওয়া দফতর গুজরাটের সৌরাষ্ট্র, কচ্ছ, মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূলে রবিবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আসনা’ আরব সাগরের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় রবিবার সকাল পর্যন্ত এর তীব্রতা বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম আরব সাগরে নিম্নচাপে পরিণত হবে। ফলে ওডিশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা।