West Bengal

4 months ago

Murshidabad accident : মুর্শিদাবাদে বেপরোয়া ডাম্পারের দৌরাত্ম্য! চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চাষির

accident (symbolic picture)
accident (symbolic picture)

 

মুর্শিদাবাদ, ৭ সেপ্টেম্বর : ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার সময়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক চাষির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শেরপুরের জীবন্তি রাজ্য সড়ক সংলগ্ন গঙ্গারামপুরের কাছে। মৃতের নাম বজলুর রহমান। তাঁর বাড়ি খড়গ্রাম থানার শঙ্করপুরে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে বজলুর বাইকে চড়ে চাষের জমির দিকে যাচ্ছিলেন। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বজলুরের। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

You might also like!