ক্যানিং, ৩০ জুলাই : দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় আকবর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ক্যানিং থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মঙ্গলবার রাতে প্রথমে তাকে প্রথমে আটক করে, জিজ্ঞাসাবাদ করে। এরপর বুধবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর ধরে এই ব্যক্তি বসবাস করছিল ভারতে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশী ভোটার কার্ড, যেখানে তার নাম মহম্মদ আকবর আলী গাজী। কিন্তু ভারতে তিনি আকবর আলী মোল্লা নামে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কীভাবে ভারতে এল ওই ব্যক্তি, পাশাপাশি কীভাবে এই দেশের পরিচয় পত্র বানাল, ভোটার তালিকায় নাম তুলল, সমস্ত বিষয় নিয়েই শুরু হয়েছে তদন্ত। তদন্তের স্বার্থে ধৃতকে বুধবার আলিপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সে।