শিলিগুড়ি, ৩০ জুলাই : বৃষ্টির দাপট কিছুটা হলেও কমেছে, তবে ধসে নাজেহাল কালিম্পং। বুধবার সকালে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় নেমেছে ধস। যার ফলে শিলিগুড়ির সঙ্গে সড়ক পথে সরাসরি কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে তিস্তা। পাহাড় ও সমতলে নদীর জলস্তর সামান্য কমলেও নতুন চিন্তা ভাঙন ঘিরে। কালিম্পংয়ের ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তাবাজার, মালবাজার ও ক্রান্তির কিছু এলাকায় নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে দফায় দফায় জাতীয় সড়কে নামে ধস। তারখোলা ও ১১ মাইলে হুড়মুড়িয়ে নেমে আসে মাটি, গাছ, নুড়ি ও বোল্ডার। স্বভাবতই জাতীয় সড়কের সংশ্লিষ্ট এলাকাগুলি অবরুদ্ধ। লিকুভীরে মাঝেমধ্যে পাথর পতন হচ্ছে। তিস্তার জলস্তর নামায় কালিম্পংয়ের রোবিঝোরা, তিস্তাবাজারে, মালবাজারের বাগরাকোটে নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কালিম্পং ও জলপাইগুড়ি জেলা প্রশাসন জানিয়েছে, নদীর গতি প্রকৃতির উপর নজর রাখা হয়েছে।