দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- জম্মু ও কাশ্মীর এখন উন্নয়নের নতুন গল্প লিখছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের ডোডায় এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে বলেছেন, জম্মু ও কাশ্মীর এখন উন্নয়নের নতুন গল্প লিখছে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার চলছে জোরকদমে। এই মাসের ১৮ তারিখ প্রথন দফায় ২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।
প্রধানমন্ত্রী মোদী এদিন নির্বাচনী জনসভায় বলেছেন, এখানে আপনারা যে রাজনৈতিক দলগুলিকে বিশ্বাস করেছিলেন, তারা আপনার সন্তানদের কথা চিন্তা করেনি। তারা শুধুমাত্র নিজেদের সন্তানদের এগিয়ে নিয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের যুবসমাজ সন্ত্রাসবাদে পতিত হতে থাকে। আর স্বজনপ্রীতির প্রচারকারী দলগুলো আপনাদের বিভ্রান্ত করে মজা করতে থাকে। এই লোকজন জম্মু ও কাশ্মীরের কোথাও নতুন নেতৃত্বের আবির্ভাব হতে দেয়নি।